Monday, April 25, 2016

Windows 10 Live

Windows 10 Live

উইন্ডোজ ১০-এর লাইভ 
উইন্ডোজ ১০-এর স্টার্ট মেন্যুতে ক্লিক করলে চার কোনা ঘরের নানা অপশন দেখায়। এটিই হলো উইন্ডোজ ১০-এর লাইভ টাইলস স্টার্ট মেন্যু। স্টার্ট মেন্যুর এই লাইভ টাইলস থেকে আবহাওয়া, সংবাদ শিরোনাম, শেয়ারবাজারের তথ্যের মতো অনেক তথ্য সহজে পাওয়া যায়। এ ছাড়া লাইভ টাইলস থাকায় স্টার্ট মেন্যুর ওপরে ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।
যারা উইন্ডোজ ৭ বা আগের সংস্করণগুলো ব্যবহারে অতিমাত্রায় নির্ভরশীল তাদের কাছে হয়তো লাইভ টাইলস অপশনটি বিরক্তিকর। উইন্ডোজ ১০-এর স্টার্ট মেন্যুতে লাইভ টাইলস ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে অন্যতম সুবিধা হলো এর ফলে স্টার্ট মেন্যুর ব্যবহার অনেক সহজ এবং স্টার্ট মেন্যুর সর্বাধিক ব্যবহৃত সুবিধাটি আরও ভালোভাবে ব্যবহার করা যায়। 
তবে চাইলেই এই লাইভ টাইলস বন্ধ করা যায়। প্রথমে স্টার্ট মেন্যু থেকে যেকোনো লাইভ টাইলসে মাউসের ডান বোতামে ক্লিক করে Unpin করতে হবে। এভাবে একটি করে সবগুলো লাইভ টাইলস আনপিন করার পর ডেস্কটপে যেকোনো ফাঁকা জায়গায় আরেকটি স্পট ক্লিক করে স্টার্ট মেন্যু বন্ধ করতে হবে। আবার স্টার্ট মেন্যু খুললেই লাইভ টাইলস আর থাকবে না। এর বদলে উইন্ডোজ ৭-এর মতো দেখতে স্টার্ট মেন্যু পাওয়া যাবে।

Clicking on the Start menu in Windows 10 cities around the corner of the room. This is the Live Tiles on the Start menu in Windows 10. The Live Tiles on the Start menu, weather, news headlines, stock information, such as information is easily available. The Live Tiles on the Start menu because the user has full control.
Those who use Windows 7 or earlier versions of Live Tiles option may be annoying to those reliant. Live Tiles on the Start menu in Windows 10 to stop the use of the advantage of the Start menu is much easier to use and the most used feature on the Start menu can be used better.
He wants to stop the live tiles. First, from the Start menu by clicking the right mouse Unpin tailase to live. Thus, they all live in a unpin tiles in any empty space on the desktop and then click on the Start menu to stop another spot. Open the Start menu again, there will be no live tiles. Instead, it looks like Windows 7 will be available in the Start menu.

No comments:

Post a Comment