Forget e-mail, turn
ভুলে ই-মেইল, ফিরিয়ে নিন
Send বাটনে চাপ দিতেই মনে পড়ে গেল ই-মেইলে যে ফাইলটি যুক্ত (অ্যাটাচড) করার কথা তা আদতে করা হয়নি। কিংবা বন্ধুর জন্য লেখা ই-মেইলে ভুল করে বসের ঠিকানা জুড়ে দিয়েছেন। ই-মেইল তো অনেকটা মুখের কথার মতোই—একবার বেরিয়ে গেল তো ফেরত নেওয়ার আর সুযোগ নেই। তবে ই-মেইল সেবাদাতাটি যদি জিমেইল হয়, তাহলে পাঠানো বার্তাটি ফিরিয়ে নেওয়ার জন্য অন্তত কিছুটা হলেও সময় পাবেন। ‘Undo Send’ নামের সুবিধার মাধ্যমে ভুল করে পাঠানো ই-মেইল তাৎক্ষণিকভাবে মুছে ফেলা বা থামিয়ে দেওয়ার সুযোগ পাওয়া যায়। জিমেইল ল্যাবসে বছর ছয়েক আগে সুবিধাটি যোগ করা হলেও তা ছিল পরীক্ষামূলক। সে সময় এই সুবিধা নিজের জন্য যোগ করে থাকলে অবশ্য নতুন করে কিছু আর করতে হবে না। যদি নতুন করে যোগ করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
জিমেইলে ঢুকুন (লগ-ইন)।
পর্দার ওপরের দিকে ডান কোনায় গিয়ার আইকনে ক্লিক করুন।
Settings নির্বাচন করুন।
General ট্যাবের নিচে Undo Send অংশে যান।
Enable Undo Send-এ ক্লিক করুন।
পাশের তালিকা থেকে ৫, ১০, ২০ বা ৩০ সেকেন্ড সময় নির্বাচন করে দিন।
পর্দার নিচে Save Changes বোতামে ক্লিক করে নতুন সেটিংস সংরক্ষণ করুন।
এরপর প্রতিবার কোনো ই-মেইল পাঠানোর পরে ‘Your message has been sent’ লেখার পাশে Undo বোতাম দেখতে পাবেন।
Send button remembered as a file that is associated with the e-mail (attached) was not supposed to be the truth. Or writing to a friend by e-mail address by mistake, has joined boss. E-mail is a lot like the words I once went out, there is no taking it back. However, if the Gmail e-mail service provider, then at least a little bit of time to get back to the message sent. 'Undo Send' by mistake in the name of the facility or to stop sending e-mail to be deleted immediately available. Gmail Labs feature to add've got six years ago, but it was experimental. At the time, however, if these benefits for yourself by adding something new and do not have to. If you want to add new, then follow the steps below.
Gmail Sign (login).
Click the gear icon in the upper right hand corner of the screen.
Select Settings.
Go to the General tab, under Undo Send.
Click Enable Undo Send-.
From the list the next 5, 10, 0 or 30 seconds during the election day.
Bottom of the screen by clicking on the Save Changes button to save the new settings.
And each time after sending an e-mail 'Your message has been sent' to see the text next to the Undo button.
No comments:
Post a Comment